ইউএই ব্যুরো

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৭:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

দুবাইতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ছবি সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এবার জনপ্রতি ফিতরা ধরা হয়েছে ২৫ দিরহাম। আমিরাতে ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে। প্রবাসীরা চাইলে এখানকার ২৫ দিরহামের সমপরিমাণ টাকা বাংলাদেশে দিতে পারবে। সে ক্ষেত্রে তাকে বাংলাদেশী টাকায় ৮০০ টাকার কিছু কমবেশি ব্যয় করতে হবে। তবে আমিরাতের ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে। এমনকি ঈদের দিন সূর্যোদয়ে আগে  সদ্য ভূমিষ্ট শিশুর জন্যও ফিতরা আদায় করা ওয়াজিব।

যদি বাংলাদেশের ঈদের সময় এ ফিতরা দেওয়া হয় তাহলে ফিতরা আদায় হবে না। সেটি সদকা হিসেবে গণ্য হবে বলে রুপালী বাংলাদেশকে জানিয়েছেন দুবাই প্রবাসী ইসলামিক চিন্তাবীদ মাসুম বিল্লাহ আল আসাদ। তিনি বলেন, ‘আপনি যে দেশে বসবাস করছেন সে দেশের নাগরিকদের জন্য নির্ধারিত ফিতরা আপনাকে আদায় করতে হবে। সমপরিমাণ টাকা বাংলাদেশে কাউকে দিলেও ফিতরা আদায় হবে।’

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স এবং দাতব্য কার্যক্রম বিভাগের (আইএসিএডি) এক বিবৃতিতে বলা হয়, আমিরাতে বসবাসরত সব মুসলিমের জন্য ফিতরা আদায় বাধ্যতামূলক। সবাইকেই এ ফিতরা আদায় করতে হবে।

 

মন্তব্য করুন