ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪, ০৮:৪১ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীতে ছুরিকাঘাতে ক্রেতা খুন, বিক্রেতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

জেলার সোনাগাজীতে বিক্রেতার ছুরিকাঘাতে ক্রেতা নিহতের ঘটনায় দোকান মালিক নিলয়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সোনাগাজী মডেল থানা পুলিশ রাজধানীর মিরপুর থানার আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার
মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। একই ঘটনায় গত ২৬ মার্চ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দোকান কর্মচারী আবদুল্যাহ আল মামুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম হৃদয় পলাতক রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, নিহত ছোটন গত ২৫ মার্চ ইফতারের আগে মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সাফওয়ান স্টোরে বাকিতে মালামাল কিনতে চান। এসময় দোকানি নিলয় বাকি বিক্রিতে অপারগতা জানালে উভয়ের মধ্যে বাগ‌বিতণ্ডার একপর্যায়ে নিলয়কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ছোটন। পরে আহত নিলয় তার বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়কে ফোন করে ডেকে নিয়ে এলে ছোটন হৃদয়কেও পেটাতে থাকে। এসময় হৃদয় ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা ছুরি দিয়ে ছোটনের বুকে ও পেটে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের ভাই আরমান হোসেন জাফর দোকানির বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়, দোকানি মো. নিলয় ও দোকান কর্মচারী আবদুল্যাহ আল মামুনের নাম
উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত নিলয়কে আদালতে পাঠানো হয়েছে এবং প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন