ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৪, ১১:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীর ফুলগাজীতে হারুন মজুমদার জয়ী

ছবি: রূপালী বাংলাদেশ

বিছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে জেলার ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দল সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার (কাপ-পিরিচ) প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ২৭ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাফর উল্যাহ (চিংড়ি) পেয়েছেন ৭৭৫ ভোট।

রিটার্নিং অফিসার ও ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ফুলগাজীতে ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বণিক। তার নিকটতম প্রতিদ্ধন্ধী মাহবুবুল হক কালা পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছে, এ উপজেলায় ভোট পড়েছে ২৭ দশমিক ৭৬ শতাংশ।

মন্তব্য করুন