বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ মে, ২০২৪, ১০:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কার পর চাকায় পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৪২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রাক্টরটি আটক করা গেলেও পালিয়েছে চালক-হেলপার। 

রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে আদমদীঘি উপজেলার নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি নসরতপুর বাজারে উপহার সামগ্রী ব্যবসায়ী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্যবসায়ী আব্দুস ছালাম তার মোটরসাইকেল নিয়ে উল্লেখিত সড়ক হয়ে চাঁপাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মটপুকুরিয়া এলাকায় ইট বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করে সামনে উঠার চেষ্টা করেন। এসময় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে যায়। চালক আব্দুস ছালাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন