বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ৭ মে, ২০২৪, ১০:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

বান্দরবানে গোলাগুলিতে কেএনএফের সদস্য নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় ৩টি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে রুমা উপজেলার দূর্গম দার্জিলিং পাড়া এলাকায় এই ঘটনাটি হয়। পরে ঘটনাস্থল থেকে কেএনএফের মরদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা থেকে দার্জিলিং পাড়ার দুরত্ব প্রায় ২৬ কিলোমিটার। প্রত্যান্ত এলাকার সেখানে যৌথ বাহিনীর সাথে কেএনএফ সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ সময় কেএনএফের সদস্যরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে নিহত কেএনএফ সদস্যের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনো নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, দার্জিলিং পাড়ার ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

মন্তব্য করুন