ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৪, ১১:৩০ পিএম

অনলাইন সংস্করণ

বাবার স্বাপ্ন পূরণ করলেন আহম্মদ আল জামান

ছবি: রূপালী বাংলাদেশ

বাবার স্বাপ্ন পূরন করতে নিজ গ্রাম ধামরাই উপজেলার কু্শুরা ইউনিয়নের ডাশিপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোহাঃ নুর উজ জামান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির  ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান ।

আজ শনিবার  (৪ মে) ডাশিপাড়া নির্মিয়মান প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক অতিরিক্ত আটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ইনস্টিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: নিয়ামুল কবীর, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের কন্ট্রোলার (অব.) মো: আব্দুল হামিদ, ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুমন, বিশিষ্ট ব্যবসায়ী বাদল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান বলেন, আমার বাবার স্বাপ্ন ছিলো এই এলাকায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে। তার স্বাপ্ন পূরন করতে আজ বীর মুক্তিযোদ্ধা মোহাঃ নুর উজ জামান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির  ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আপনারা সবাই দোয়া করবেন এই ইনস্টিটিউটটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করতে পারি।

মন্তব্য করুন