কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৮:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

বিধবাকে শ্বাসরোধ করে হত্যা, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লায় বিধবা নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ান-১১ (র‌্যাব) কুমিল্লা সিপিসি-২ ইউনিট। গ্রেপ্তার আসামির নাম আল আমিন (৩৪)। তিনি দেবীদ্বার ভিংলাবাড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে।

জানা যায়, ২০১০ সালে মার্চ মাসে দেবীদ্বার ভিংলাবাড়ির গ্রামের বিধবা নারী আনোয়ারা বেগমকে খুন করে খাটের উপর ফেলে রাখেন আল আমিন। এ ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে বাদী হয়ে কুমিল্লার দেবীদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আল আমিন দোষী প্রমাণিত হয় এবং কুমিল্লার আদালত তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। সাজা এড়াতে দীর্ঘ সময় ধরে খুনী আল আমিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ও ছদ্দনামে থাকেন।

র্যাব-১১, কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পবনকল এলাকায় অভিযান চালিয়ে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।     

 

মন্তব্য করুন