রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৪, ০৩:২৯ এ এম

অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেফতার

ছবি সংগৃহীত

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ মে) ডিএমপির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক নিজামউদ্দিন ফকির এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার (৭ মে) মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরেই তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

উপ-পরিদর্শক নিজামউদ্দিন বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। এসময় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান। ভবনটির বিভিন্ন তলায় অনেকগুলো খাবারের দোকান ছিল। এর দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁটি ছিল। সাপ্তাহিক ছুটির আগের দিন হওয়ায় সবাই সেখানে খেতে গিয়েছিলেন।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে এই মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।

মন্তব্য করুন