সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

বৃষ্টির প্রার্থনায় সরিষাবাড়ীতে ইসতিসকার নামাজ আদায়

ছবি: রূপালী বাংলাদেশ

সারাদেশে তীব্র দাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে আছে মানুষ। এমন অবস্থায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে দোয়া করেছেন সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের আলেম সমাজ ও স্থানীয় মুসল্লীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সরিষাবাড়ী উপজেলার আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদ ঈদগাঁ মাঠে আরামনগর গ্রামবাসীর উদ্যোগে এ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত মুসল্লিরা দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাতে অংশগ্রহণ করে। 

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসান উজ্জামান।

নামাজ শেষে ইমাম বলেন মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ, পশুপাখি অনাবৃষ্টি ও অতিখরায় ভুগছে। এ অবস্থা থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করলাম।

মন্তব্য করুন