বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ১০:১৬ পিএম

অনলাইন সংস্করণ

বেতাগীতে অবৈধভাবে মাটি কাটায় তিন লক্ষ টাকা জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার বেতাগীতে গতকাল বুধবার রাতে বেতাগী উপজেলাধীন উত্তর বেতাগী নামক স্থানে বিষখালীর নদীর পূর্বপাড় হতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ব্যক্তিকে ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।

উক্ত স্থান থেকে মাটি কেটে নদীর পশ্চিমপাড়ে (ঝালকাঠির কাঠালিয়া উপজেলার) কয়েকটি ইটভাটায় বিক্রি/সরবরাহ করছিলেন বলে আসামি জানান। এসময় একটি ভেকু জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব বিপুল সিকদার এবং সার্বিক সহযোগিতা করেন বেতাগী থানার একটি টিম এবং সংশ্লিষ্ট অন্যান্যরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন বিষখালী নদীর ভাঙ্গন রক্ষায় এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন