ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ০৬:০০ পিএম

অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত লড়াই করেও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলকে পুরো ৯০ মিনিট আটকে রেখেছিল জামাল ভুঁইয়ার দল। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহুর্তে গোল হজম করে বাংলাদেশ।

এতে পুরো ম্যাচ দুর্দান্ত খেলেও হার নিয়ে মাঠ ছাড়লো হাভিয়ের কাবরেরার দল। এর আগে প্রথম লেগে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

আজ মঙ্গলবার বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ফিলিস্তিন। একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে ফিলিস্তিনিরা। শুরুতে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে ফাহিম-রাকিবরা।

বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৪৪ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পায় বাংলাদেশ। জামালের পাস থেকে বল নিয়ে ডি বক্সের ভেতর থেকে শট করেন ফাহিম। তবে তা আটকে দেন ফিলিস্তিনের গোলরক্ষক। এরপর চেষ্টা করেও ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু'দল।   

মন্তব্য করুন