শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৪, ০৪:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীপুরে ঋণের টাকা নিয়ে ঝগড়া, যুবকের আত্মহত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে মো. আকিবুল হাসান (৩২) নামে এক যুবক ঋণের টাকার জন্য ঝগড়া করে পারিবারিক চাপে  আত্মহত্যা করেছে।

বুধবার সকালে দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর কাঁঠাল বাগান ওই যুবক আত্মহত্যা করে । শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আকিবুল হাসান  জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাতার গ্রামের জাফর শেখের ছেলে। তিনি বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিনার স্বামী। কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন আকিবুল। 

নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, গতকাল রাত ১২টার পর কোনো এক সময় আমার স্বামী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের কাঁঠাল বাগানে গিয়ে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। গত রাতে ঋণের টাকা নিয়ে সামান্য ঝগড়া হয়। এ জন্য আমার স্বামী আত্মহত্যা করছে বলে আমার ধারণা। আজ ভোরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক হেলান উদ্দিন বলেন, ঋণগ্রস্ত হয়ে পারিবারিক চাপে ছিলেন নিহত ব্যক্তি। নিহতের স্বজনরা জানিয়েছেন ঋণের চাপে সব সময় অশান্তি করতেন। এ নিয়ে সব সময় পারিবারিক সমস্যা হতো। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
 

মন্তব্য করুন