ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০১:৫০ পিএম

অনলাইন সংস্করণ

বিজয়নগরে বৃষ্টি কামনায় নামাজ আদায়

ছবি: রূপালী বাংলাদেশ

২৮ শে এপ্রিল রবিবার সকাল ৯ টায় পাহাড়পুর ইউনিয়ন শান্তা,কচুয়ামুড়া পর্বপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে বৃষ্টি প্রার্থনায় সাতগাঁও মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল মতিন সাহেবের পরিচালনায় ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরাসহ পথচারি মানুষ ও বিভিন্ন পেশার মানুষ। 

রাজধানী ঢাকা সহ সারাদেশেই এখন তীব্র গরম। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য রোদ বৃষ্টির প্রয়োজন কিন্তু বেশ কিছুদিন ধরে কোন বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টি ও প্রচন্ড দাবদাহে মানুষ, পশুপাখি, বৃক্ষ ও লতা পাতা সবকিছুই যেন হাপিয়ে উঠেছে।দূর্বিষহ দিন কাটাচ্ছে প্রানীকুল।

প্রচন্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে বেশিরভাগ খাল ও পুকুরের পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার জনজীবন। সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়া বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ৩৫ থেকে ৪০ জন রোগী। খরা ও তীব্র দাবদাহের অবস্থা থেকে মুক্তি পেতে দু' রাকাত ইসতিসকার নামাজ আদায় শেষে খুতবা ও বিজয়নগরবাসি সহ  সারা দেশবাসীর জন্য দোয়া করেন মুসল্লিরা,দুহাত তুলে  কান্নাকাটি করেন ।

এর আগে মুসল্লিদের উদ্যেশ্য করে মাওলানা আব্দুল মতিন সাহেব কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন। ইসলামের নানান বিষয় নিয়ে।

 

মন্তব্য করুন