রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০৭:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট পালিত হচ্ছে, যাত্রীদের দুর্ভোগ

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে ৪৮ ঘন্টার গণপরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। রোববার সকাল ৬টা থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবানসহ দূরপাল্লাগামী বাস ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে রাঙামাটি শহর, বাঘাইছড়ি ও কাপ্তাইসহ জেলা থেকে কোনো রকম বাস বা গণপরিবহন ছাড়া হচ্ছে না, বাইরের থেকেও রাঙামাটিগামী কোনো গণপরিবহন জেলায় প্রবেশ করছে না বলে খবর পাওয়া গেছে। এর ফলে আটকা পড়ে দুর্ভোগের শিকার দূরপাল্লার যাত্রীরা।  


রাঙামাটি মোটরযান ও গণপরিবহন মালিক সমিতির সভাপতি মো. শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, বিভিন্ন বাসে আগুন দেওয়া, লাইনম্যান এবং পরিবহন শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মুক্তিসহ চার দাবিতে চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে রোববার সকাল ৬টা থেকে রাঙামাটি জেলায় এ কর্মসূচি কঠোরভাবে পালিত হচ্ছে। জেলায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট গণপরিবহন মালিক ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতার আহবান জানান তিনি।

মন্তব্য করুন