রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

আরও এক বছর আইজিপি আবদুল্লাহ আল-মামুন

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ছবি: সংগৃহীত

আরও এক বছর মেয়াদ বেড়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের । শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ১২ই জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুলিশের মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে আইজিপি পদে দায়িত্ব পালন করে আসছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

পরে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে দেড় বছরের চুক্তিতে পুনরায় আইজিপি পদে নিয়োগ দেয় সরকার। আগামী ১১ জুলাই তার সেই চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে নতুন করে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

মন্তব্য করুন