কক্সবাজার ব্যূুরো

প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ০৮:১৭ পিএম

অনলাইন সংস্করণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (৩১ মে) সকালে উখিয়ার থাইংখালীর ক্যাম্প-১৯ এ পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী । 

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি প্রথমে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে ফলজ গাছ রোপন করেন। পরে ক্যাম্প নং ১৯ এর একটি রোহিঙ্গা ব্লক ঘুরে দেখেন মন্ত্রী। এসময় কয়েকজন রোহিঙ্গার সাথে কথাও বলেন তিনি।

ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তরে বলেন, যারা মাদক কারবারী, সন্ত্রাসী তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে। আর নতুন করে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ  করতে দেবেন না বলে আবারো সাফ জানিয়ে দেন মন্ত্রী।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার কক্সবাজার সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আজই ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

মন্তব্য করুন