বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

বাগেরহাটে তীব্র তাপদাহ, জনজীবনে স্থবিরতা

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। গত দুদিন ধরে প্রখর রোদে জেলার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।

 ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলার মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবারও মোংলায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ।

এই অবস্থায় লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। লোজজন সড়কে বের না হওয়ায় কড়া রোদ থেকে বাঁচতে রিকশাচালকসহ শ্রমজীবীরা অনেকে গাছের ছায়ায় আশ্রয় নিতে দেখা গেছে। তীব্র তাপদাহে কৃষকরা খেতে কাজ করতে পারছে না।

মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, ঈদের পর থেকেই মোংলাসহ বাগেরহাটের তাপমাত্রা বাড়তে থাকে। গত দুদিন ধরে বাগেরহাটের ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। 

মন্তব্য করুন