কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ০২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

বৃষ্টির জন্য অঝোরে কাদলেন মুসুল্লিরা

ছবি: রূপালী বাংলাদেশ

উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘর থেকে বের হওয়া মুসকিল হয়ে পরেছে সাধারণ মানুষের। গরমে ছটফট করছে গবাদীপশুরা। কৃষকেরা ফসল তুলতে হিমশিম খাচ্ছে রোদের মধ্যে। গো- খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। ঠিক এমন সময় তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আসমানের মালিকের কাছে ক্ষমা  চেয়ে দু হাত উচিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রবিবার (২৮এপ্রিল) সকাল ৬.৩০ মিনিটে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের দৌলতপুর সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ময়দানে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার। এসময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মুসল্লীরা নামাজে অংশ নেন। এ সময়ে মুসুল্লিদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।

মন্তব্য করুন