রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০৫:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

রেমাল পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পর উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, রেমাল মোকাবিলায় গত তিনদিন ধরে কোস্ট গার্ডের ৫৭টি টিম কাজ করছে। এছাড়া উপকূলীয় এলাকা থেকে উদ্ধারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। 

আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন