নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ০৬:২৭ পিএম

অনলাইন সংস্করণ

আহত গ্রামবাসীদের পাশে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা পূর্বপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহতদের পাশে দাঁড়ালেন নওগাঁ - ৩ আসনের সাংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। গত শনিবার (২৫ মে) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ওই গ্রামের আমিন আলী (৫৫), আজাহার আলী (৫০) ও দুলাল হোসেন (৫২)।

পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত  হয়ে ওই দিনই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রোববার (২৬ মে) চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

খবর পেয়ে আহতদের পাশে দাঁড়ান নওগাঁ ৩ আসনের সাংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। তাদের খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী বলেন, গ্রামের এই সহজ সরল লোকেরা আহত হয়েছেন। খবর পেয়ে আমি খোঁজ নিয়েছি এবং সামান্য কিছু সহযোগিতা করেছি। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি প্রশাসন দেখবেন। ভালোভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবেন। কে কোন দলের বা কে কার সমর্থক দেখার প্রয়োজন নেই প্রকৃত অপরাধীরাই সাজা পাবে এটিই আমি প্রত্যাশা করি।

মন্তব্য করুন