আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ১২:৪১ এ এম

অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্প

ছবি সংগৃহীত

জাপানের বনিন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানায়, এর উৎপত্তিস্থল ছিল ৫০৩ দশমিক ২ কিলোমিটার (৩১২.৭ মাইল) গভীরতায়।

এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। ভূমিকম্পের দেশটিতে কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

সূত্র: রয়টার্স, স্ট্রেইট টাইমস।

মন্তব্য করুন