নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৪, ১১:১৩ পিএম

অনলাইন সংস্করণ

ডিইউজে সভাপতি সোহেল-তপু, সম্পাদক আকতার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে সমান সংখ্যক ভোট পেয়েছেন সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু। তারা প্রত্যেকেই ৮১২ ভোট পেয়েছেন। তারা দুই বছর মেয়াদের কমিটিতে এক বছর করে সভাপতির দায়িত্ব পালন করবেন। সোহেল হায়দার চৌধুরী বিদায়ী কমিটির সভাপতি। সাজ্জাদ আলম খান তপু সাবেক সাধারণ সম্পাদক। 

যৌথভাবে নির্বাচিত হওয়ায় লটারির মাধ্যমে সোহেল প্রথম বছর ও তপু দ্বিতীয় বছর দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আকতার হোসেন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক। সভাপতি পদে আব্দুল মজিদ পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ ৫৯৩ ভোট, খায়রুল আলম ৩১৩ ভোট ও উম্মুল ওয়ারা সুইটি ২৬৫ ভোট পেয়েছেন। 

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২ হাজার ৮৩২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৩১ জন ভোট প্রদান করেন।  

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি ইবরাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক সুমি খান।

নির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন জিএম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি, এএম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন ও রারজানা সুলতানা।

মন্তব্য করুন