রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০১:১৭ এ এম

অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়েই বেনজীরের দুর্নীতির তদন্ত শেষ করা হবে: দুদক সচিব

ছবি সংগৃহীত

গণমাধ্যমে প্রকাশিত সাবেক আইজিপি বেনজীর আহমেদ এর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।  

তিনি জানান, বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করা হবে।

এদিকে বেনজীর আহমেদ এর দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদ এর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর। ‌‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ শিরোনামে ওই প্রতিবেদনে তুলে ধরা হয়, দেশে-বিদেশে সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য।  

পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি।

অথচ গত ৩৪ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজীর আহমেদের বেতন-ভাতা বাবদ মোট আয় এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকার মতো হওয়ার কথা।

মন্তব্য করুন