অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৪, ১১:০২ পিএম

অনলাইন সংস্করণ

ফিরে এলো ফেসবুক

আচমকা করেই বিশ্বজুড়েই উধাও হয়ে যায় প্রযুক্তি জায়ান্ট মেটার ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম। তিনটি অ্যাপেই ঢুকতে পারছিল না ব্যবহারকারীরা। অবশেষে, মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, মেটার নিজেদের পলিসি পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। তবে, বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি মেটা থেকে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার কিছু সময় পর থেকে মেটার অ্যাপগুলোতে প্রবেশ করতে পারছিল না ব্যবহারকারীরা। এমনকি যারা ফেসবুকে লগইন ছিল তাদেরও বের দেওয়া হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওয়েবসাইটের কার্যক্রম শনাক্তের ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, রাত ১০টা ৩ মিনিট পর্যন্ত দুই লাখ ১৭ হাজার ফেসবুক ব্যবহারকারী প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ করেছে। একই সময়ে ৩২ হাজার ৭৯২ ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রবেশ করতে না পারার অভিযোগ করেছে।

মন্তব্য করুন