কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪, ১১:২৬ পিএম

অনলাইন সংস্করণ

বৃষ্টিপাত কিংবা বন্যার পূর্বাভাস নেই, তবুও আতঙ্কে হাওরের চাষিরা

ছবি: রূপালী বাংলাদেশ

আগামী ১ সপ্তাহের মধ্যে ভারি বৃষ্টিপাত কিংবা বন্যার কোনো পূর্বাভাস না থাকলেও কিশোরগঞ্জের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হাওর অঞ্চল ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলীতে চলছে পুরোদমে বোরো ধান কাটার মহোউৎসব।

এবছর নির্ধারিত সময়ের আগে থেকেই কিশোরগঞ্জের হাওর এলাকায় পুরোদমে বোরো ধান কাটা মহোউৎসব লক্ষ্য করা যায়।

এর আগে ২০১৭ সালের ভয়াবহ বন্যায় কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরের বোরো ধান তলিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে ভারি বৃষ্টিপাত কিংবা বন্যার আশঙ্কা না থাকলেও আগেভাগে তারা ধান কেটে ফেলেন।

এদিকে কৃষি বিভাগও ৮০ শতাংশ পাকলেই ধান কেটে ফেলার তাগিদ দিয়েছে। ফলে তিন সপ্তাহ ধরে ধান কাটছেন হাওরের চাষিরা।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান বলেন, এ মাসে বন্যা পরিস্থিতি তৈরি হবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও বলা যায় না কখন কি হয়। আশা করা যায় এবার হাওরের ধান নির্বিঘ্নে কাটা হয়ে যাবে বলে মনে করছি।

কৃষকরা বলছেন, “বৃষ্টি আর বন্যাতো বলে কইয়ে আসেনা।  অন্য বছরের তুলনায় এবছর ধানের ভালো ফলন পেয়েছি । ”ভারি বৃষ্টিপাত কিংবা বন্যা পরিস্থিতি না থাকলেও তারা পূর্বের ন্যায় আর ভুল করতে চান না।

মন্তব্য করুন