নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ০১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় নিহত আল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর পোরশা সীমান্তে নিহত আল আমিনের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার  রাত ৯টায় সীমান্তের হাঁপানিয়া এলাকায় ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। 

এ সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সদস্য ছাড়াও স্থানীয় জন প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সাথে আজ দিনভর যোগাযোগ করেন তারা। এরপর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে পরিবারের কাছে দেয়া হয় আল আমিনের মরদেহ। 

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভোরে পোরশার নীতপুর সীমান্ত এলাকায় গরু আনতে গেলে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যান্তরে মিলমারি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় আল আমিন।

মন্তব্য করুন