চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ১০:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

নিঃস্ব হয়েছে কৃষক আব্দুল কাদের

চকরিয়ায় ৩৯ শতক জমির লাউ-ঢেঁড়স কেটে দিয়েছে দূর্বৃত্তরা

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পশ্চিম করাইঘোনায় আব্দুল কাদের নামের এক কৃষকের ৩৯ শতক জমির পুরো লাউ এবং ঢেঁড়স চাষ রাতের আধারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা।

এতে ঐ কৃষকের প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানায়।ফলে নিঃস্ব হয়েছে কৃষক কাদের।পৌরসভা ৫নং ওয়ার্ড হামিদ আলী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা বলেন এমন অমানবিক কাজের সাথে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করেন।

এই ধরনের কাজ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। গত ৬ জুন বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা তার ফসল কেটে দিয়েছে।

এই কাজ যারাই করেছে তারা মানুষ নামের জানোয়ার।

তারা আরো জানায়-কৃষক কাদের বিভিন্ন ব্যাংক থেকে লোন দিয়ে অনেক কষ্টে ১ কানি জমিতে চাষ করে ছিল।পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে স্বপ্ন দেখছিলেন তিনি।

কৃষক আব্দুল কাদের জানায় গত২৩ মে স্থানীয় সব্বির আহমদের ছেলে শাহেদ, সাজ্জাদ তার ১০কড়া জমির ধান চুরি করে দিনদুপুরে কেটে নিয়ে যায়।

বিষয়টি স্থানীয় বিচার সালিশে প্রমাণ হয়।
এবং দুই হাজার টাকা ধানের ক্ষতিপূরণ দেন।তবে এসময় নানা হুমকি দেন তারা।

তিনি আরো জানায়-সব্বির আহমদ ছাড়া
এলাকায় আমার সাথে কারু শত্রুতামী নেই।আমি নিশ্চিত তারাই আমার লাউ এবং ঢেঁড়স ফসল কেটে দিয়েছে।এতে আমার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।এখন আমি অসহায়। পরিবার কিভাবে চলবে দুশ্চিন্তায় পড়ে গেছি। 

লাউ এবং ঢেঁড়স গাছে পুরোদমে ফলন এসেছে।

কিন্তু দুষ্কৃতিকারীদের দায়ের কোপে সব গাছ মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতেই পড়ে রয়েছে।এই ৩৯শতক জমির চাষকে কেন্দ্র করে কৃষক কাদেরের স্বপ্ন ছিল পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকবেন।কিন্তু তা সম্ভব হলো না। 

বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী  বলেন অভিযোগ পেলে অন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন