বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৮:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ হুমায়ুন কবির হিরু

ছবি: রূপালী বাংলাদেশ

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু (৮০) গতকাল রাত ১২ টা ৫৫ মিনিটে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি জাতীয় সমাজতান্তিক দল (জাসদ) থেকে মনোনীত হয়ে বরগুনা-১ (বরগুনা সদর ও বেতাগী উপজেলা) সাবেক সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি একছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

 তার মৃত্যুতে বরগুনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বরগুনা ও প্রেসক্লাব সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আজ বিকেল ৫ টায় বেতাগী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাজা নামাজ সম্পন্ন করে বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পারিবারিক গোরস্থান দাফন করা হয়।

 

 

মন্তব্য করুন