নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ০৫:২৫ পিএম

অনলাইন সংস্করণ

নেত্রকোণায় আবারো নদীর পানি বিপৎসীমার ওপরে

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোণায় টানা বৃষ্টিতে হু হু করে বাড়ছে নদীর পানি বড় বন্যার শঙ্কা। টানা বৃষ্টিতে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার দুপুর নাগাদ উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী ও কংশ নদীর পানিও দ্রুত বেড়ে চলছে।  

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সারোয়ার জাহান বলেন, উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ১.৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কংশ নদী জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মন্তব্য করুন