সিলেট ব্যুরো

প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ০৭:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

বন্যায় সিলেটে আবারও এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে শঙ্কা

ছবি: রূপালী বাংলাদেশ

তৃতীয় দফায় বন্যা কবলিত হয়ে পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পরিবর্তিত সময়েও পরীক্ষা শুরু করা যাবে কি-না এনিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে সিলেট শিক্ষাবোর্ড। এনিয়ে বৈঠকও করেছে তারা। ৩০ জুন থেকে সারা দেশে একযুগে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেটে শুরু করা যায়নি। বন্যার কারণে ৯ জুলাইয়ের আগের সব পরীক্ষা স্থগিত করা হয়। ৯ জুলাই থেকে সিলেটে পরীক্ষা শুরুর কথা। কিন্তু এরমধ্যে সোমবার থেকে ৩য় দফা বন্যা শুরু হওয়ায় পরিবর্তিত সময়েও পরীক্ষা শুরু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে শিক্ষাবোর্ড বলছে যেহেতু, এখনও সময় আছে তাই ঘোষিত সময় অনুযায়ীই পরীক্ষা শুরুর প্রস্তুতি নেয়া হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। আপাতত পরিবর্তিত সময়-সূচিতে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে স্থগিত হওয়া চার বিষয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন মঙ্গলবার প্রকাশ করেছে। নতুন রুটিনে চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১৩, ১৮, ২০ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান- স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো ছিলো- ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এখন এই চার বিষয়ের পরীক্ষার সময়সূচি হলো, ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।

এছাড়া আগের রুটিনে এই চার বিষয়ের পরীক্ষার পর ৯ জুলাই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা। এখন পুননির্ধারিত সময়সূচিতে ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বিভাগে মূলত এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আগের রুটিন অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পর ১৩ আগস্ট থেকে স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পযন্ত স্থগিত করা হয়। গত ৩০ জুন ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে বলে তখন জানানো হয়। এখন স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হলো।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের চার জেলা। পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। এর মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

মন্তব্য করুন