চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ১১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন

ছবি: রূপালী বাংলাদেশ


কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। 

স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে, প্রতিদিন চকরিয়া মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে ডেজার মেশিন বসিয়ে লক্ষ লক্ষ, হাজার হাজার ফুট অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এই অবৈধ বালি উত্তোলনের কারণে সরকারের মেগা প্রকল্পের অংশ, চকরিয়া ৬ লাইনের শতকোটি টাকা ব্যয়ে নির্মিত মাতামুহুরী সেতু ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী অনেক গ্রাম নদীতে বিলীন গেছে। সামনে বর্ষা মৌসুমে আরো অনেক গ্রাম নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 এই বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রানী জানান, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন ম্যানেজ করে তারা এই অবৈধ বালি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করা সম্ভব হবে না।

মন্তব্য করুন