রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১২:০৮ এ এম

অনলাইন সংস্করণ

প্রবল বর্ষণেও নগরবাসীর সেবায় ট্রাফিক পুলিশ

ছবি: সংগৃহীত

বুধবার ছিলো আষাঢ়ের ১২ তারিখ। হঠাৎ মহানগরীতে প্রবল বৃষ্টিপাত। আর কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে নগরের জনজীবন যেন স্থবির হয়ে পড়ে। জলাবদ্ধতা দেখা দেয় মতিঝিল এলাকার বেশ কিছু জায়গায়। কোথাও খানাখন্দ সৃষ্টি হয়। যানবাহনের গতি সচল রাখা ও সম্মানিত নগরবাসী যাতে স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেই লক্ষ্যে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা প্রবল বর্ষণেও নগরবাসীর সেবায় সাধ্যমত দায়িত্ব পালন করে যাচ্ছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার  (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান জানান, প্রকৃতিতে এখন আষাঢ় মাস চলছে। এজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে ট্রাফিক পুলিশের সদস্যরা ছাতা, গামবুট, রেইনকোট প্রভৃতি নিয়েই কর্তব্য পালন করেন, যাতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে পারেন। কেননা পুলিশের এক মিনিটের নীরবতা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে পারে।

তিনি বলেন, সম্মানিত নগরবাসীর যাত্রাকে প্রাণবন্ত ও স্বস্তিময় করতে বঙ্গভবনের পার্শ্ববর্তী মতিউর রহমান পার্কের রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হলে তৎক্ষনাৎ ইট দিয়ে গর্ত ভরাটের ব্যবস্থাও করেন মতিঝিল ট্রাফিক পুলিশ।

ঢাকা মহানগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর ট্রাফিক মতিঝিল বিভাগ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন