প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ০৪:০৫ এ এম

অনলাইন সংস্করণ

অনলাইন ক্লাসে বশেমুরবিপ্রবি

ছবি সংগৃহীত

 সারাদেশে তীব্র গরমের তাপদহের কারণে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ 

২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সকল বিভাগের  ক্লাস  অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রবিবার রাত ৮:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে একাডমিক কাউন্সিলের ৮ম জরুরি সভা (ভাচুর্য়ালি) অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সভায় আরো সিদ্ধান্ত হয় অন্যান্য অফিশিয়াল কার্যক্রম সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে। তবে এই সময়টিতেও কেন্দ্রীয় গ্রন্থাগার ও জরুরী পরিষেবা সমূহ যথা নিয়মে চলবে। কর্মচারী ও কর্মকর্তাদের যাতায়াতের স্বার্থে বাস চলাচল করবে। বিষয়টি নিয়ে পরিবহন প্রশাসক জনাব হাসেম রেজা বলেন “আগামী ৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের সকল বাস চলাচল বন্ধ থাকবে।তবে কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া,কোটালিপাড়া, মুকসুদপুর এর বাস চলাচল করবে”।


কেন্দ্রীয় গ্রন্থাগারের বিষয়টি নিয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগার মোহাম্মদ নাছিরুল ইসলাম বলেন- “লাইব্রেরী সকাল ৯ থেকে রাত ৮ পর্যন্ত পূ্র্বের ন্যায় খোলা থাকবে”।

মন্তব্য করুন