আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:৪১ পিএম

অনলাইন সংস্করণ

আগৈলঝাড়া উপজেলায় নির্বাচিত হলেন যারা

আগৈলঝাড়া উপজেলায় নির্বাচিত হলেন যারা। ছবি: রূপালী বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত (৯জুন) নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)। তিনি পেয়েছেন ২৬ হাজার ৭শ ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৮শ ৬৯ভোট।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাচ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জনসহ মোট ১১জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, বে-সরকারীভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সঞ্জয় বাড়ৈ (চশমা) তিনি পেয়েছেন ২১ হাজার ২শ ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ) পেয়েছেন ৯ হাজার ২শ ৬১ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজা ইয়াসমিন (ফুটবল) তিনি পেয়েছেন ২১ হাজার ৭শ ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পবিত্র রানী রায় (কলস) তিনি পেয়েছেন ১৪ হাজার ৬৭ ভোট।

মন্তব্য করুন