অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০১:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে; খুলে দেয়া হয়েছে এফডিসি অংশ

ছবি সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশে নামার সংযোগ সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ওই র‍্যাম্প দিয়ে যান চলাচলের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

এই র‍্যাম্প চালুর ফলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি এখন থেকে মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে।

প্রসঙ্গত, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির রুট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।

উদ্বোধনের ছয় মাস পর আজ ১৬তম র‍্যাম্প হিসেবে এফডিসি অংশটি খুলে দেয়া হলো। এর মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ চালুর সূচনা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

মন্তব্য করুন