রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৪, ০৬:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

ভাইয়া হাউজিংয়ের খিলগাঁও আবাসন মেলার শেষদিনে উপচেপড়া ভীড়

তিনদিন ব্যাপী ভাইয়া হাউজিং এর আয়োজনে রাজধানীর মালিবাগে শুরু হওয়া খিলগাঁও আবাসন মেলা-২০২৪ এর সমাপনী দিন ছিল আজ রবিবার (৩ মার্চ) । শেষ দিনে মেলায় আগত দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) শুরু হয় এই মেলা। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত ছিলো। 

শেষ দিনে মেলায় উপস্থিত ছিলেন-ভাইয়া হাউজিং এর সোহেল রানা (জিএম), রুবেল আহমেদ (এজিএম) জাহিদ আরাফাত (এজিএম), রাশেদুল হক (এজিএম),  মেহেদী হাসান (সিনিয়র ম্যানেজার), নাজমুল আলম সান (সিনিয়র ম্যানেজার), কামরুল হোসাইন শুভ (সিনিয়র ম্যানেজার), মো: জাকির হোসাইন খান (সিনিয়র ম্যানেজার), রাজিব হাসান (সিনিয়র ম্যানেজার), হিমা রয় (সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন বীরতারা সিটি প্রকল্পে ও কুড়িল বিশ্বরোড থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে টিউলিপ ভ্যালিতে প্লট ক্রয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা। 

মহান স্বাধীনতার মাস উপলক্ষে মেলায় উভয় প্রকল্পের প্লট ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন ২৬ শতাংশ ছাড়। বীরতারা সিটি প্রকল্পে প্লট ক্রয়ে সুবিধাগুলোর মধ্যে রয়েছে-এককালীন মূল্য পরিশোধের সাথে সাথেই ক্রেতারা পাচ্ছেন রেজিষ্ট্রেশনের সুযোগ। রয়েছে কিস্তিতে প্লট কেনার সুযোগও। আবার প্লট বুকিং দিলেই ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় পুরষ্কার। 

অন্যদিকে ৭ বছরের কিস্তির সুবিধায় টিউলিপ ভ্যালিতে প্লট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আর বীরতারা সিটি প্রকল্পের মতোই একই সুযোগ-সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের ক্রেতারাও।

মন্তব্য করুন