রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০৮:১৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে ছিন্নমূল মানুষের মাঝে জ্যোতির সেহেরি বিতরণ

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে রাত ৩টার দিকে খাবারজাত প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানি নিয়ে হাজির হন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একমাত্র পুত্র শাফি মোদ্দাসের খান জ্যোতি ।

এভাবে রোজার প্রথম দিন থেকে ঢাকার ফামগেট, কাওরানবাজার, পান্থপথ ও খামার বাড়ি মোড়ে ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে সেহেরি বিতরণ করছেন । প্রতিদিন এসব এলাকার ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে সেহেরি বিতরণ করছেন তিনি।

রাজধানীর ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে অনেকে ইফতার বিতরণ করলেও সেহেরিতে ঠিকমতো খাবার পাননা তারা। বিনামূল্যে সেহেরি বিতরণ কর্মসূচির ফলে অনেক ছিন্নমূল-অনাহারী মানুষ ক্ষুধা-তৃষ্ণার অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে।

রমজান মাসব্যাপী বিনামূল্যে সেহেরি বিতরণ কর্মসূচির দায়িত্বে থাকা আবুল হায়াত শুভ জানান, “রাজধানীর অসহায়-ছিন্নমূল মানুষের কষ্টের কথা চিন্তা করে শাফি মোদ্দাসের খান জ্যোতি ভাই এই উদ্যোগ হাতে নিয়েছেন, রমজান জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন