চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ০৪:১৬ পিএম

অনলাইন সংস্করণ

শিবগঞ্জ পৌরসভায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে, চারটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে (২৭ মে) শিবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে এসব সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম। এলজিসিআরআরপি প্রকল্পের (লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি) অর্থায়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকায় সড়ক ও ড্রেনগুলো নির্মিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নেফাউর রহমান,স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা শের মোহাম্মদ, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উদ্ধোধনকালে মেয়র মনিরুল ইসলাম বলেন, শিবগঞ্জ পৌরসভার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে শিবগঞ্জ পৌরসভা।উদ্ধোধন করা আরসিসি সড়ক ও ড্রেনগুলোর স্থায়ীত্ব হবে ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বলেও জানান মেয়র।#

মন্তব্য করুন