রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ০৮:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে রাবি ছাত্রলীগের উপহার বিতরণ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে শাখা ছাত্রলীগ। 

রবিবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটে শাখা ছাত্রলীগের উদ্যোগে ৬০টি শাড়ি ও ৬০টি লুঙ্গি বিতরণ করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। আমাদের বিশ্বাস, এই ছোট্ট প্রয়াস তাদের মুখে হাসি ফোটাবে এবং ঈদ উদযাপনে নতুন রঙ যোগ করবে। আমাদের সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।

এ সময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিব, সাংগঠনিক সম্পাদক কাইয়ূম মিয়াসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন