চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ০২:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার  পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন  বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করেন। পুষ্পমাল্য শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ শড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। 

এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটনসহ দলীয় নেতা-কর্মীরা।

মন্তব্য করুন