ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০৯:১০ পিএম

অনলাইন সংস্করণ

৩ উইকেট হারিয়ে চাপে ভারত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং করছে তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে ভারত। ফাইনারে এসে ব্যর্থ টিম ইন্ডিয়ার টপ অর্ডার। মাত্র ৩৪ রানেই সাজঘরে ফিরে গেলেন ৩ ব্যাটার।

ফাইনালে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমেই এই দুই ব্যাটার প্রোটিয়া ব্যাটারদের ওপর তাণ্ডব চালানোর চেষ্টা করেন। প্রথম ওভারেই তারা তুলে নেন ১৫ রান। তবে পরের ওভারেই এই জুটি ভাঙেন কেশব মহারাজ। কেশব মহারাজের বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। আউট হওয়ার আগে করেন ৫ বলে ৯ রান। তার বিদায়ে ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।

রোহিতের বিদায়ের একবল পরেই সাজঘরে ফিরে গেলেন ঋষব পান্তও। কেশব মহারাজের বলে কুইন্টন ডি ককের হাতে ক্রাচ তুলে দিয়ে শূন্য রানেই ফিরে গেলেন তিনি। তার বিদায়ে ২৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

২৩ রানে ২ উইকেট হারানোর পর সূর্যকুমার যাদবকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওটার চেষ্টা করেন বিরাট কোহলি। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি কাগিসো রাবাদা। কাগিসো রাবাদার বলে হেনরিক ক্লাসেনের হাতে ক্রাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সূর্যকুমার যাদব। আউট হওয়া আগে করেন ৪ বলে ৩ রান। তার বিদায়ে ৩৪ রানেই ৩ উইকেট হারালো ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।

মন্তব্য করুন