ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ০৮:১৭ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আশায় নামাজ আদায়

ছবি: রূপালী বাংলাদেশ

কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে ঠাকুরগাও জেলার বিভিন্ন এলাকায় একাধিক স্থানে ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকেল ডিগ্রি কলেজ মাঠে, বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ সালন্দর মাদরাসা পাড়া ঈদগাহ মাঠে শত শত মুসল্লীর অংশ গ্রহনে ইসতিস্কার ২ রাকাত নামাজ আদায় করা হয়।

সালন্দর মাদরাসা পাড়ায়  নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেন ত্বোহা। নামাজ শেষে মোনাজাত করেন মাদরাসটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।
বালিয়াডাঙ্গীতে ইসতিস্কার নামাজে দোয়া অনুষ্ঠানে ইমামতি করেন মাওলানা আব্দুল লতিফ। তিনি প্রথমে মুসল্লিদের উদ্দেশে কিছু ওয়াজ নসিহত করেন। পরে নিয়মকানুন বলেন। তারপরেই দীর্ঘক্ষন দোয়া হয়।
দোয়া অনুষ্ঠানে অনেকেই তাদের পাপ কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করেন। পরে রহমতের বৃষ্টির জন্য হাত উল্টো করে প্রার্থনা করেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বর্তমানে তাপদাহ বিরাজ করছে। প্রচন্ড রৌদ্রতাপে কাহিল হয়ে পড়েছে  মানুষ সহ প্রাণীকূল। কৃষকেরা মাঠে কাজ করতে পারছে না।
 

মন্তব্য করুন