নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ১১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

নাটোরে মাদক বিরোধী সমাবেশ

ছবি: সংগৃহীত

মাদক বিরোধী সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

লারোর ঈদ আনন্দ কমিটির আয়োজনে ঈদ উল আজহার ২য় দিন মঙ্গরবার বিকেরে লালোর গ্রামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন উপ মহাপুলিশ পরিদর্শন (স্পেশাল ব্রাঞ্চ, রাজনৈতিক) নাফিউল ইসলাস কলিন, বিশেষ অতিথি নাটোর পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালক রোমানা হক রিতা, হাতিয়ন্দহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর ইসলাম চঞ্চল, দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎসহ স্থানীয়রা।

সমাবেশে বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা রাখেন। পরে দিন ভর চলা ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্য করুন