শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ১০:০২ পিএম

অনলাইন সংস্করণ

সাফারি পার্কে ঈদের প্রথম দিনেই দর্শনার্থীর উপচে পড়া ভিড়

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কে ঈদের প্রথম দিন বিকেলে দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে ঈদের প্রথম দিন পার্কের প্রধান ফটকের বাইরে টিকেট কাউন্টার এবং কোর সাফারি পার্কের সামনে টিকেটের জন্য পর্যটকদের দীর্ঘ লাইন দেখা যায়। 

ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, পার্কের প্রধান ফটকের সামনে কাউন্টার থেকে টিকেট ক্রয় করার জন্য হাজারো মানুষ কয়েক সারিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে বিভিন্ন বয়সী নর-নারী এবং শিশুসহ  বিদেশী ও  রয়েছে। 

শেরপুর থেকে আসা আজিজ মিয়া বলেন, ভিড় এড়াতে ঈদের প্রথম  দিনে বিকেলে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে পার্কে আসেন। কিন্তু টিকেট কাউন্টারে তেমন  ভিড় ছিলনা। মুহূর্তের মধ্যে তিনি টিকিট কাটতে পেরেছেন ।

তিনি বলেন পরে ভেতরে ঢুকে কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, জিরাফ, জেব্রা, বনগরুসহ বিভিন্ন প্রাণি উন্মুক্ত পরিবেশে  কোন রকম ভিড় ছাড়াই দেখতে পেয়েছেন।

সিরাজগঞ্জ থেকে আসা পার্কে মো. জয়নাল জানান, তিনি স্ত্রী ছেলে-মেয়েদের নিয়ে ঈদের প্রথম দিন বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে আসেন। ভিড় না থাকায় ভেতরে ঢুকে টিকেট ক্রয় করেন। পরে উন্মুক্ত পরিবেশে বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, বিস্ট, ভালুক দেখার জন্য কোর সাফারি পার্কে যান কিন্তু সেখানে ওইসব প্রাণী দেখার টিকেট কেনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকেট কিনতে না পেয়ে পাশের সাফারি কিংডমে গিয়ে পাখিশালায় ম্যাকাউ, প্যারটসহ বিভিন্ন রকমের দেশি-বিদেশি পাখি দেখি।”

এ ছাড়া হেঁটে হেঁটে ধনেশ এভিয়ারিতে ধনেশ পাখি, পেঁচা কর্ণারে পেঁচা, ময়ুর বেষ্টনীতে ময়ুর, পাশে থাকা লেমুর, শকুন, জলহস্তী, উটপাখি, প্রজাপতি কর্ণারে প্রজাপতি, হাতি শো গ্যালারিতে হাতি, কুমির পার্কে কুমির, জলাশয়ে থাকা রং-বেরংয়ের মাছ, ঝুলন্ত ব্রিজ, শিশু পার্কের বিভিন্ন কিছু উপভোগ করে সময় শেষ করেন বলে জানান।    

ময়মনসিংহের গৌরীপুর থেকে আসা মো. নাজিমুদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে যান সাফরি পার্কে ঈদ প্রথম দিন আনন্দ উপভোগ করতে। কোর সাফারি পার্কের টিকেট জোগাড় করতে না পেরে হাতিতে চড়ে আনন্দ করেছেন তার ছেলে মেয়েরা।

প্রকৃতিক পরিবেশে পার্কের  অন্যান্য অংশ ঘুরে এবং লেক ও ফুলের বাগানে বসেই আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন তারা। 

টাঙ্গাইল থেকে সাফারি পার্কে সালমা আক্তার যান তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে।
তিনি জানান, কোনরকম ভিড় ছাড়াই টিকেট সংগ্রহ করে পার্কে থাকা বাঘ, ভাল্লুক, সিংহ, ম্যাকাউ, টিয়া, প্রজাপতি, জলহস্তী, চিত্রা হরিণ, মায়া হরিণ, মিঠা পানির কুমির, ময়ূর, শকুন জেব্রা, হাতি, উট পাখি, লেমুর, জিরাফ, বন গরুর বিচরণ উপভোগ করেছেন। 

ঈদের দিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে ঘুরতে ময়মনসিংহের ভালুকা কামরুজ্জামান আসেন। 

তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ত পরিবেশে বিভিন্ন বণ্য প্রাণী ও পাখির বিচরণ উপভোগ করতে সাফারি পার্কে ভালই লাগলো। আজকে ঈদের দিন আকাশ ভালো থাকায় এবং আবহওয়া ঠান্ডা থাকায় খুব ভালোভাবে উপভোগ করেছেন। তবে টিকেট সংগ্রহের বিড়ম্বার নেই বলে জানান। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, ঈদের প্রথম দিনে বিকেলে পার্কে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, ছাত্র-ছাত্রী ও বিদেশী সহ ১৩৩১২টি টিকেট বিক্রি হয়েছে। দ্বিতীয় দিন টিকেট বিক্রি সংখ্যা আরো বাড়বে বলে তিনি আশা করছেন।

মন্তব্য করুন