সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ১১:০৯ পিএম

অনলাইন সংস্করণ

সুবর্ণচরে থানারহাট কলেজে ঈদ পুনর্মিলনী

ছবি: সংগৃহীত

সুবর্ণচরের থানারহাট কলেজ কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান' ২৪ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) থানারহাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে কলেজটির নতুন এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আবুল খায়ের মুন্সি, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সেলিম, শিক্ষানুরাগী সায়েম চৌধুরী, ওমান প্রবাসী আকবর হোসেন, থানারহাট বাজারের সেক্রেটারি সাহাব উদ্দিন, যুবলীগ নেতা দুলাল উদ্দিন কিরণ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন, সমাজসেবক আ. বাতেন সাহেদ, ছাত্রদল নেতা কামরুল হাসান আকাশ, ওটারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিম উল্লাহ রহমত, NRDS সংস্থার ম্যানেজার মো. নাসিম, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন, নবগ্রাম বাজারের সেক্রেটারি সাইফুল ইসলাম, ব্যবসায়ী মো. আলাউদ্দিন নুর প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা কলেজের আর্থিক তহবিল গঠন, নতুন কমিটি, রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা, লেখাপড়ার মানোন্নয়ন ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মন্তব্য করুন