পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ০৯:৩২ পিএম

অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় বজ্রপাতে নিহত ২

ছবি: সংগৃহীত

পাটকেলঘাটার পল্লীতে ৪ কায়পুত্র মালিকের অধীনে রাখাল হিসেবে শুকর রেখে দরিদ্র পরিবারের সদস্যদের মুখে অন্য জোগানোর সুযোগ আর হলোনা। গত সোমবার দিবাগত রাতে বর্জপাতে ৩ জন নিহত হয়েছেন। একজন দগ্ধ হয়েছেন। সমগ্র এলাকায় শোকের ছায়া।

জানা গেছে, পাটকেলঘাটা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের কায়পুত্র মৃত জতিন মন্ডলের পুত্র নন্দ পদ মন্ডল (৫৫), মৃত দিবা রায়ের পুত্র মিল্টন তরফদার (৪৫), সন্তোষ তরফদারের পুত্র চিত্ত তরফদার (৩৫), যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুরের রতন তরফদার (৪৫) এই চারজন রাখাল হিসেবে মালিকের অধীনে শুকর চরাতেন। যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের অমল তরফদারের অধীনে সকলেই ১০ হাজার টাকা মাসিক বেতনে রাখাল হিসেবে কাজ করতেন। নিহতরা নড়াইল জেলার খলিষাখালীতে নদীর তীরে বিলের মাঝে রাত আনুমানিক ৩ টার দিকে বর্জপাতে চিত্ত তরফদার বাদে অন্য ৩ জন একই স্থানে নিহত হন। চিত্ত রাতে শিফটের ডিউটি হিসেবে দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থল থেকে দুরে থাকায় প্রাণে রক্ষা পেলেও দগ্ধ অবস্থায় নড়াইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরদিন সকালে স্থানীয় লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। নড়াইল সদর থানা পুলিশ লাশ ৩ টি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সোমবার রাত ১২ টার দিকে ময়না তদন্ত শেষে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামে লাশ পৌছানোর পর সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাত ১টার দিকে গ্রামবাসী পাটকেলঘাটা মহাশ্মশানে নন্দ তরফদার ও মিল্টন তরফদারের লাশ দাহ সম্পন্ন করেছে বলে গ্রামবাসী সাংবাদিকদের জানিয়েছে।

মন্তব্য করুন