পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৭:৩১ পিএম

অনলাইন সংস্করণ

পাইকগাছায় ৩ দিনে সাজাপ্রাপ্ত ৩২ জনকে গ্রেফতার

ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় তিন দিনের ব্যবধানে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৩২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, চলতি মাসের ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নারী পুরুষ মিলিয়ে ৩২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ জুন ৭ জন। ২২ জুন ১৬ জন ও ২৩ জুন ৯জনসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি তদন্ত তুষার কান্তি দাস। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন