বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৬:৫২ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ার কাফেলা হিমাগারে মিলল সোয়া দুই লাখ ডিম

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের দাম বাড়ানোর খেলা বন্ধ করতে অভিযানে নেমেছে প্রশাসন। জেলার কয়েকটি উপজেলার হিমাগারে মজুত রাখা ডিম বাজারজাত করার কঠোর নির্দেশনা ও প্রতিষ্ঠানের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ডিমের বাজার নিয়ন্ত্রণে  এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। 

বুধবার (২২ মে) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন। ওই হিমাগারে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম মজুতের প্রমাণ পেয়ে প্রতিষ্ঠান ম্যানেজারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাকিব হাসান চৌধুরী। ডিমগুলো দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়েছে। 

জানা গেছে, হিমাগারে ডিম মজুতের তথ্য পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালায়। কৃত্রিম সংকট মুহুর্তে হিমাগারে ডিম মজুত রাখায়  ম্যানেজার আবদুল হান্নানের জরিমানা করা হয়। 

এর আগে সম্প্রতি কাহালু উপজেলার মুরইল এলাকায় আফরিন কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম মজুতের প্রমাণ পায় উপজেলা প্রশাসন। বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ হাটে সাথী কোল্ড স্টোরেজে অভিযানে ১ লাখ ৮ হাজার ৬১০ পিস ডিম ও শাজাহানপুর উপজেলার ফাতেমা সাইদুর হিমাগারে ৩০ হাজার ডিম মজুতের প্রমাণ পায় প্রশাসন। 

মন্তব্য করুন