ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:০২ পিএম

অনলাইন সংস্করণ

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নকল মোড়কে প্যাকেটজাত করণ এবং মিথ্যা তথ্য প্রদানের দায়ে একটি বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার পৌর কাঠালিয়া এলাকার মর্ডান ফাস্টফুড বেকারীতে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা অভিযানের নেতৃত্ব দেন।

সাইফুল ইসলাম ভূঞা জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নকল মোড়কে প্যাকেটজাত করণ এবং মিথ্যা তথ্য প্রদানের দায়ে উক্ত বেকারী মালিককে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআই এর সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন