সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ০৮:২৬ পিএম

অনলাইন সংস্করণ

সারিয়াকান্দি নদী ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নদী ভাঙ্গন কবলিত জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন- প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ সাইফুল ইসলাম। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফসানা ইয়াসমিন, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, মেয়র মতিউর রহমান মতি, কামালপুর ইউপির চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাসেল।

উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দুস্হদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনাদের কোনও দুশ্চিন্তা করতে হবে না, দুর্যোগে একটি লোকও যাতে কষ্টে না থাকে তার জন্য সবসময় আমরা আপনাদের পাশে আছি। উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বন্যার পানি থেকে আপনাদের শিশুদের দূরে রাখবেন, কোন ধরনের কোনো গুজবে কান দেবেন না এবং সারিয়াকান্দিতে বেড়াতে আসা পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহার করার পরামর্শ দেন।

মন্তব্য করুন